বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের মানুষ নিরাপত্তা চায়- সুদর্শন চাকমা
![]()
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে অঘটন ঘটিয়ে আসছে, প্রতিনিয়ত রক্তে লাল হচ্ছে এই সড়ক। সরকারের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ের ধারাবাহিকতা রক্ষা করতে হলে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির ২১ বছরের বাস্তবতা আর বর্তমানের অবস্থা ভিন্ন। চিন্তার পরির্বতন হয়েছে। মানুষ এখন নিরাপত্তা চায়।
রবিবার (২৩ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাঘাইছড়ি উপজেলা পরিষদের মাসিক সভায় এসব কথা বলেন তিনি।
উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জাফর আলী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, উপজেলা উপ-কৃষি কর্মকর্তা মোঃ তোফায়েল আহাম্মদ, উপজেলা সমবায় কর্মকর্তা আনন্দ মোহন পালিত, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেনারি সার্জন ডাঃ প্রবাল চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আঃ রাজ্জাক, বাঘাইছড়ি উপজেলা থানা ওসি তদন্ত মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুপময় চাকমাসহ বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।