যেকোনো দুর্যোগ ও মহামারী মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত- ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন - Southeast Asia Journal

যেকোনো দুর্যোগ ও মহামারী মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত- ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেছেন, পার্বত্য এলাকার শান্তি-শৃংঙ্খলা রক্ষা ও উন্নয়নে সেনাবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশের যেকোনো দুর্যোগ ও মহামারী মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ।

রোববার (২৮ মে) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনীর প্রতিটি সদস্য সজাগ রয়েছে। কোনো সন্ত্রাসীগোষ্টি দেশের সার্বভৌমত্বে বিপরীতে অবস্থান নিলে তাদের একবিন্দুও ছাড় নয়।’

সম্প্রতি পার্বত্য এলাকায় কেএনএফ নামে একটি সন্ত্রাসী গোষ্টির গুম, খুন, চাদাবজী, অপহরণসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে সাধারণ জনজীবন অতিষ্ট করে তুলেছে। সন্ত্রাস দমনে সেনাবাহিনী সদা তৎপর রয়েছে।

সন্ত্রাসীদের দমন করতে গিয়ে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা নিহত ও আহতও হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনীর প্রতিটি সদস্য আগামীতে ও সচেষ্ট থাকবে। কেএনএফকে যুদ্ধ ছেড়ে শান্তির পথে ফিরে এসে পার্বত্য এলাকার উন্নয়নে অংশ নিতে আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের মেজর জি-টু (আই) শায়েখ উজ-জামান, মেজর এএসএম মাহামুদুল হাসান , প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা বৃন্দ।