যশোরের চৌগাছা সীমান্তে ২৬ টি স্বর্ণের বার উদ্ধার - Southeast Asia Journal

যশোরের চৌগাছা সীমান্তে ২৬ টি স্বর্ণের বার উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে পাচারকালে যশোরের চৌগাছা থানার কাবিলপুর সীমান্ত থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (৫ জুন) সকাল ১০টার দিকে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, চৌগাছার কাবিলপুর সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। এক সময় একজনকে সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ সময় তার কাছে থাকা একটি গামছা পড়ে যায়। পরে গামছাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ২৩ গ্রাম। যার বাজার মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা।

তিনি আরও জানান, স্বর্ণের চালানটি চৌগাছা থানায় পরিত্যক্ত দেখিয়ে জমা দেওয়া হয়েছে।