২ বাংলাদেশিকে বিএসএফের গুলি: পতাকা বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদ - Southeast Asia Journal

২ বাংলাদেশিকে বিএসএফের গুলি: পতাকা বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় ঢুকে দুই বাংলাদেশিকে গুলির ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

গত ৬ জুনমঙ্গলবার বিকালে কসবা সীমান্তে দুই দেশের শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, দুই কৃষকের ওপর গুলি চালানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএসএফ।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ।

বৈঠকের পর সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়েছে, ঘটনার সময় পাঁচ বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। এ সময় বাংলাদেশের নাগরিক আরজাল আলী ভূঁইয়া এবং ইকবাল হোসেন প্রতিবাদ জানান। এতে ক্ষুব্ধ হয়ে বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছুড়লে ওই দুই বাংলাদেশি আহত হন। বিকালে এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক হয়। সেখানে গুলি চালানোর ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় একটি প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ। বিএসএফের পক্ষে ছিলেন ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কল্যাণ সিং নেগি। এ সময় উভয় দেশের বিজিবি-বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের সীমান্ত পিলার-২০৩৪/৪/এস এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি কৃষক আহত হন। তারা হলেন, কসবা উপজেলার ধ্বজনগর গ্রামের নূর আলী ভূঁইয়ার ছেলে আরজাল আলী ভূঁইয়া (৫৪) এবং লোকমান ভূঁইয়ার ছেলে ইকবাল হোসেন ভূঁইয়া (৪০)।

বিজিবি কর্মকর্তা আশিক আহসান উল্লাহ বলেন, ‘ওই দুই কৃষক সীমান্তের সীমারেখার পাশে গরু চড়াচ্ছিলেন। এ সময় বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে গুলিবিদ্ধ দুই কৃষক আশঙ্কামুক্ত।’