রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে মতবিনিময় সভা - Southeast Asia Journal

রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে মতবিনিময় সভা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে সম্ভাবনাময় বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর উপর বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স- বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুন) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪২ বিজিবি) আওতাধীন মহামুনি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সেক্টর কমান্ডার পর্যায়ে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজিবির পক্ষে গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এফ মোরশেদ সারোয়ার, ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, যামিনী পাড়া (২৩ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এবি এম জাহিদুল করিম, পলাশপুর ব্যাটালিয়ন (৪০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, কমান্ডার এফআইজি (বিএসবি) চট্টগ্রাম লেঃ কর্নেল মোঃ সুরুজ মিয়া উপস্থিত ছিলেন।

বিএসএফ এর পক্ষে উদয়পুর সেক্টর কমান্ডার, ডিআইজি শেখর গুপ্ত এর নেতৃত্বে ৯৬ বিএসএফ কমান্ড্যান্ট কৃষ্ণকুমার লাল সহ ৭ জনের প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ নেন।

এসময় সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং শান্তিপূর্ণভাবে নির্ধারিত সময়ে মতবিনিময় আলোচনা অনুষ্ঠান সমাপ্ত হয় বলে জানা যায়।

You may have missed