ঈদ উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনী কর্তৃক দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

ঈদ উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনী কর্তৃক দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদ-উল আযহা এর আনন্দ সকলের সাথে ভাগাভাগী করে নেওয়ার অভিপ্রায়ে রাঙামাটি রিজিয়ন কর্তৃক গরীব, অসহায় ও দুস্থ জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ জুন) রাঙামাটি রিজিয়নের প্রান্তিকে উপকারভোগীদের মাঝে ঈদ উপহার প্রদান করেন রাঙামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন ।

তিনি বলেন, আগামী ২৯ জুন পবিত্র ঈদ-উল আযহা যাতে আপনারা পরিবার নিয়ে আনন্দের সাথে পালন করতে পারেন এজন্য আমাদের এ ক্ষুদ্র চেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে রাঙামাটি রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাঙামাটি রিজিয়নের উদ্যেগে গরীব, অসহায় ও দুস্থ জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

You may have missed