মালিতে পরীক্ষামূলক স্থলবন্দর চালু করল বাংলাদেশ সেনাবাহিনী
নিউজ ডেস্ক
দক্ষিণ আফ্রিকার মালিতে পরীক্ষামূলক স্থলবন্দর ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। মরুভূমিতে কন্টেইনার রাখার ইয়ার্ড তৈরির পাশাপাশি কন্টেইনার ওঠা-নামায় ব্যবহার করছে নানা যন্ত্রপাতি।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত সৈন্যদের খাবার এবং রসদ ছাড়াও ব্যবহৃত যন্ত্রপাতি স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিদালের এই বন্দর।
মালির রাজধানী বামাকো থেকে ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে এই কিদাল অঞ্চল। এখানে শান্তিরক্ষা মিশনে কাজ করছেন বাংলাদেশ ছাড়াও অন্তত ১০টি দেশের কয়েক হাজার শান্তিরক্ষী সদস্য। প্রতি মুহূর্তে প্রয়োজন পড়ছে খাদ্য-রসদ-যন্ত্রপাতিসহ নানা প্রয়োজনীয় পণ্য। একেবারে বন্দরের মতোই ক্রেন দিয়ে কন্টেইনার তুলে দেয়া হচ্ছে লরিতে। এই অস্থায়ী বন্দর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দ্রুততম সময়ে কন্টেইনারবাহী সেই লরি পৌঁছে যাচ্ছে শান্তিরক্ষা মিশনে কর্মরত অন্যান্য দেশগুলোর ক্যাম্পে।
শুরুর দিকে এখানে মাসে পণ্যবাহী ৭০ থেকে ৮০টি কন্টেইনার পণ্য আসলেও এখন ক্রমশ বাড়ছে। যার ফলে এখন কন্টেইনার রাখার ইয়ার্ড সম্প্রসারণের প্রয়োজন। ফলে একদিকে চলছে কন্টেইনার হ্যান্ডলিং আর আরেক অংশে চলছে ইয়ার্ড সম্প্রসারণের নির্মাণ কাজ।