‘সীমান্ত টপকে গিয়ে মেরে আসব’ পাকিস্তানকে হুমকি রাজনাথের

নিউজ ডেস্ক
পাকিস্তানকে বেশি বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
গত ১লা জুলাই শনিবার ছত্তিশগড়ে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি পড়শিকে (পড়ুন পাকিস্তান) বলছি, ভারতের ক্ষতির কথা ভাববেন না। কোনও রকম প্ররোচনা তৈরি করবেন না। আমরা যে শুধু এপারে বসে মারব তা নয়, প্রয়োজন পড়লে সীমান্ত টপকে ওপারে গিয়ে মেরে আসব। মনে রাখবেন, বর্তমান ভারত অনেক বদলে গিয়েছে।
এদিন কাঙকের জেলার নরহরদেব উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত দলীয় সভায় উরি ও পুলওয়ামায় সেনা জওয়ানদের ওপরে হামলার প্রসঙ্গে উত্থাপন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার পরেই হুঙ্কার ছুড়ে বলেন, ‘পাকিস্তান থেকে কিছু জঙ্গি আমাদের দেশে অনুপ্রবেশ করে জওয়ানদের ওপরে হামলা চালিয়েছিল। ওই হামলায় আমাদের দেশের বেশ কয়েকজন জওয়ানকে শহিদিও হতে হয়েছিল। আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। প্রধানমন্ত্রী দিল্লিতে এক জরুরি বৈঠক ডেকেছিলেন। ওই বৈঠকে মাত্র ১০ মিনিটেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমাদের দেশের সেনারা পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গিদের নিকেশ করেছিলেন। ওই ঘটনার কথা নিশ্চয়ই ভুলে যায়নি পড়শিরা। তাই তাদের ফের সতর্ক করে দিয়ে বলছি, ভারতের ক্ষতি করার কথাও স্বপ্নেও ভাববেন না। দেশের ওপরে কোনও আক্রমণ হলে যথাযোগ্য জবাব দেওয়া হবে।’
দেশ থেকে নকশালদের কার্যত ধুয়েমুছে সাফ করে দেওয়া হয়েছে বলে দাবি করে কেন্দ্রীয প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘ছত্তিশগড়েও এক সময়ে নকশালদের ঘাঁটি ছিল। কিন্তু সেই ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নকশালদের গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রাজ্যের কংগ্রেস সরকার সম্পূর্ণ সহযোগিতা করেছে।’