রাঙামাটিতে দেশীয় তৈরি চোলাই মদসহ ৪ নারী আটক - Southeast Asia Journal

রাঙামাটিতে দেশীয় তৈরি চোলাই মদসহ ৪ নারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে দেশীয় তৈরি চোলাই মদসহ ৪ নারী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

র‌বিবার (২ জুলাই) দুপুরে রাঙামা‌টি সদ‌রের মগবান ইউনিয়‌নের বরাদম এলাকা থে‌কে তা‌দের‌কে আটক করা হয়।

আটককৃতরা হল চট্টগ্রাম পাহাড়তলীর স্ক্যাপ ক‌লোনীর বা‌সিন্দা মঈনুদ্দী‌নের স্ত্রী আয়েশা বেগম (২৭), ম‌নির হো‌সেনের স্ত্রী শিরিন বেগম (২৩), আ‌জিজুল হ‌কের স্ত্রী আনোয়ারা বেগম (৫৪) এবং চট্টগ্রাম আম বাগান ঝাউতলা এলাকার বা‌সিন্দা সাদা মিয়ার স্ত্রী সো‌নিয়া আক্তার (২৪)।

রাঙামা‌টি কোতয়ালী থানার ও‌সি মোহাম্মদ আ‌রিফুল আ‌মিন জানান, আটককৃতরা অ‌ভিনব কায়দায় স্যালাইন ব্যাগ ক‌রে মদ বহন ক‌রে নি‌য়ে যা‌চ্ছিল। খবর পে‌য়ে পু‌লিশ তা‌দেরকে আটক ক‌রে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।