লালমনিরহাট সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার - Southeast Asia Journal

লালমনিরহাট সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী (কুমারটারী) গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তের এক যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় দুর্বৃত্তরা।

গত ৭ জুলাই শুক্রবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চওয়া টারী এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

জানা গেছে, দুপুরে পশ্চিমবঙ্গের দিনহাটায় পঞ্চায়েত প্রধান নির্বাচনকে কেন্দ্র করে ভারতের গিতলদহের জারিঝাল্লা এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় এ পাড়ে রফিকুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ কলাগাছের ভেলায় করে ধরলা নদী দিয়ে লালমনিরহাটের মোগলহাট সীমান্তের কুমার পাড়া এলাকায় নিয়ে আসে।

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, সীমান্তের জিরো পয়েন্টে এমন ঘটনা দুঃখজনক। দুই সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তদন্তে সঠিক ঘটনা উদঘাটন করে এ হত্যার বিচার চাই।

এ ঘটনায় বিজিবি কোন মন্তব্য করতে রাজি নয়। তবে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গুলিবিদ্ধ অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।