থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান - Southeast Asia Journal

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

থাইল্যান্ডে এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪২তম সাধারণ সভা অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

গত ১১ জুলাই মঙ্গলবার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সেনাপ্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট প্রদান ছাড়াও বিভিন্ন দেশের ক্রীড়া নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, এশিয়া অলিম্পিক কাউন্সিল এর উক্ত সভায় অংশগ্রহণের জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ৭ জুলাই থাইল্যান্ডে গমন করেছিলেন।

You may have missed