সৌদিতে অগ্নিদুর্ঘটনায় ৯ বাংলাদেশির মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক - Southeast Asia Journal

সৌদিতে অগ্নিদুর্ঘটনায় ৯ বাংলাদেশির মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সৌদি আরবে অগ্নিদুর্ঘটনায় ৯ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘শুক্রবার (১৪ জুলাই) বেলা আনুমানিক ৪টায় সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত হুফুফ শহরের আলআহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি (সানাইয়া জাদিদ) এলাকায় একটি সোফা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এতে ৯ বাংলাদেশি নিহত এবং দুই জনকে জীবিত উদ্ধার হয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) দ্রুত ঘটনাস্থলে যান।’

দূতাবাস সূত্রে জানা যায়, কারখানাটিতে ১৪ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নি দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার জুমার নামাজ শেষে খাওয়া-দাওয়া করে কারখানার ওপরের আবাসনে ঘুমিয়ে ছিলেন ওই বাংলাদেশি কর্মীরা। দুই জন দুর্ঘটনা থেকে জীবিত উদ্ধার হয়েছেন। তিন জন ঘটনার সময় কারখানার বাইরে অবস্থান করায় আক্রান্ত হননি। অবশিষ্ট ৯ জন ঘটনাস্থলে মুত্যুবরণ করেছেন।

মন্ত্রী বলেন, ‘সৌদি আরবের রিয়াদে দূতাবাস এবং শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তাদের পাশে থেকে সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা করছেন।’

তিনি আরও বলেন, ‘নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের তরফ থেকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’