সেনাবাহিনী দেশ-মানুষের উন্নয়নে কাজ করছে: সেনাপ্রধান - Southeast Asia Journal

সেনাবাহিনী দেশ-মানুষের উন্নয়নে কাজ করছে: সেনাপ্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনী জাতির গর্ব হিসেবে দেখার প্রয়াসে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কাজ করছে। এ ধরনের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (১৭ জুলাই) সকালে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্স বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো অনুযায়ী আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষটিও জানান তিনি।

সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক বিএমটিএফ মেজর জেনারেল সুলতানুজ্জামান, মেজর জেনারেল নজরুল ইসলাম, মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহী, ইঞ্জিনিয়ার ইন চিফ বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল ইফতেখার আনিস, সেনা কল্যাণ সংস্থা চেয়ারম্যান এবং কমান্ড্যান্ট ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং ব্রিগেডিয়ার জেনারেল মুনিরুজ্জামানসহ বিভিন্ন ইউনিটের অধিনায়কেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন।

You may have missed