অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা দিল মহালছড়ি জোন
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মহালছড়িতে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি অসহায় লোকজনের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর মহালছড়ি জোন।
বুধবার (৯ আগষ্ট) এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অতিবৃষ্টি, পাহাড় ধ্বস এবং বন্যার কারণে মহালছড়ি সদর, বিজিতলা, পাকিজাছড়ি, দাঁতকুপিয়া, গামারি ডালা, সিলেটি পাড়া, কাপ্তাই পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ২শ অসহায় পাহাড়ি ও বাঙ্গালী পরিবার এর মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করে মহালছড়ি সেনা জোন।
ত্রাণ বিতরনের সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর পাশাপাশি খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন অধিবস্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মানবতার চাহিদা পরিপূরণের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ত্রাণ সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষ সেনাবাহিনী প্রতি তথা মহালছড়ি সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।