কাপ্তাই হ্রদে টুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার - Southeast Asia Journal

কাপ্তাই হ্রদে টুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কাপ্তাই হ্রদে পর্যটক বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ৯ দিন পর সোমবার (১৪ আগস্ট) এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, যেহেতু হ্রদে পাহাড়ি ঢল নাই। তাই সব কিছু বিবেচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে ৫ আগস্ট জানমালের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌযান চলাচলের নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। পরে ৬ আগস্ট যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও পর্যটকবাহী নৌযান চলাচলের নিষেধাজ্ঞা বলবৎ থাকে।

সোমবার সকালে শহরের পর্যটন ঘাট, রির্জাভ বাজার ও ফিসারীঘাট থেকে বেশ কয়েকটি বোট শুভলং ঝর্ণাসহ বিনোদন কেন্দ্রগুলোতে ছেড়ে যায়।

রাঙামাটি সদর থেকে শুভলং ঝর্ণার দুরত্ব মাত্র ২৫ কিলোমিটার। নৌ-পথে শুভলং বাজার যাওয়ার আগে এই ঝর্ণাটির দেখা মিলে। এখানে প্রতিবছর বর্ষা মৌসুমে হাজারো পর্যটকের সমাগম ঘটে। বর্ষা মৌসুমে শুভলং ঝর্ণার জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নিচে আছড়ে পড়ে কাপ্তাই হ্রদের জলে গিয়ে মিশে যায়।

রাঙামাটিতে বর্ষার এই ভরা মৌসুমে পর্যটকদের প্রথম পছন্দ হ্রদে নৌভ্রমণ এবং শুভলং এর অবস্থিত দুটি ঝর্ণায় ঘা ভেজানো। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে এই ঝর্ণায় যেতে। পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ভাটা পড়ে পর্যটকদের। পর্যটকবাহী নৌযান চলাচলা বন্ধ থাকায় ভাটা পড়ে হোটেল মোটেল ব্যবসায়।

পর্যটন ঘাট ইজারাদার মো. রমজান আলী বলেন, ‘গত ৫ আগস্ট থেকে পর্যটক ভ্রমণকারী ছোট ছোট বোটগুলোও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আজ থেকে বোট শুভলং ঝর্ণায় পর্যটক নিয়ে বোট ছেড়ে যাচ্ছে। আশা করছি এর ফলে আবারও পর্যটক মুখর হবে রাঙামাটি।’

রাঙামাটি শহরের হোটেল স্কোয়ার পার্কের মালিক মো. নেয়াজ উদ্দিন বলেন, ‘পর্যটকবাহী নৌযান চলাচল বন্ধ থাকায় তখন অনেক বুকিং বাতিল হয় এবং পর্যটক শূণ্যের কোটায় নেমে আসে। এখন যেহেতু চালু হয়েছে আশা করছি আবারও পর্যটক বাড়বে।’

রাঙামাটি শহরের হোটেল গ্রান্ড মাস্টার হোটেলের মালিক মো. শাহিন আল মামুন বলেন, ‘রাঙামাটি বেড়ানোর সবচেয়ে উপযুক্ত সময় বর্ষা মৌসুম। পাহাড়ি ঝর্ণাগুলো প্রাণ ফিরে পেয়েছে। তাই পর্যটকদের বরণে আমরা প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘সেই সময় অনেক বুকিং বাতিল হয়। আশা করছি আবারও পর্যটক রাঙামাটি আসবে প্রকৃতি উপভোগ করতে।’

You may have missed