জান্তাবাহিনীর গুলিতে শিশু নিহতের ঘটনায় বিক্ষোভ মিয়ানমারে

নিউজ ডেস্ক
মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চল শারলিংইয়ে জান্তা বাহিনীর গুলিতে ৯ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, শারলিংইয়েতে চীনা মালিকানাধীন তামার খনি রক্ষণাবেক্ষণে নিয়োজিত সেনারা এ গুলি চালিয়েছে।
সম্পর্কিত খবর
ওই অঞ্চলে পাবলিক ডিফেন্স ফোর্সের প্রধান লেফটেন্যান্ট সিট নাইং ভয়েস অব আমেরিকাকে বলেন, চীনা মালিকানাধীন ওয়ানবাও তামার খনি থেকে ট্রাক দিয়ে তামা পরিবহনের সময় নিরাপত্তা বাহিনী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলে এক শিশু নিহত ও পাঁচজন গ্রামবাসী আহত হয়।
জান্তা বাহিনীর অফিসিয়াল মিডিয়া এখনো এ ব্যাপারে কোন তথ্য প্রকাশ করেনি। ঘটনা সম্পর্কে ওয়ানবাও খনির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি। ইয়াঙ্গুনে চীনা দূতাবাস ভয়েস অব আমেরিকার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, জান্তা বাহিনীর গুলিতে পে কোনে গ্রামের বাসিন্দা কিয়াও থিহা (৯) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া তিনজন নারী ও দুই জন পুরুষ আহত হয়েছেন।
হামলার আগেও সারলিংগি টাউনশিপে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও ওয়ানবাও খনির নিরাপত্তা বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ওয়ানবাও মাইনিং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি সহায়ক সংস্থা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে বেসামরিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের সামরিক শাসনকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্র ওয়ানবাও মাইনিং এবং এর দুটি সহায়ক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।