বান্দরবান পুলিশের অভিযানে ২০ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবান পুলিশের অভিযানে চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় শহরে ট্রাফিক মোড়ে সংলগ্ন হোটেল পর্বত থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃরা কক্সবাজার জেলা উখিয়া থানার থাইংখালি ক্যাম্পের বাসিন্দা।
সূত্র জানায়, হোটেল পর্বতে রোহিঙ্গা অবস্থান করছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। পরে একই রুম থেকে ২০ জন রোহিঙ্গকে আটক করা হয়।
রোহিঙ্গারা জানান, ক্যাম্প থেকে গাছ কাটা ও পাথর উত্তোলনসহ বিভিন্ন কাজের কথা বলে মাঝি ফজলু করিম নামে এক ব্যক্তি নিয়ে আসেন। পরে তাদেরকে পর্বত হোটেলে একটি রুম ভাড়া করে রেখে যান।
সূত্র আরও জানায়, বিকালের দিকে মাঝি ফজলু করিম ৫ জন রোহিঙ্গা নিয়ে রুমে রেখে যান। পরে একজন একজন করে রুমে প্রবেশ করলে কিছুক্ষণ পর দেখেন ২০ জন রোহিঙ্গা রুমে অবস্থান করছে।
এব্যাপারে মাঝি ফজল করিম সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
বান্দরবান সদর থানা উপ-পরিদর্শক এসআই আমিনুল ইসলাম বলেম, হোটেল পর্বত থেকে আটককৃত রোহিঙ্গাদের সদর থানায় নিয়ে আসা হয়েছে। কার মাধ্যমে কিংবা কীভাবে এসেছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গাদেরকে আবারো ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।