পাকিস্তানে জঙ্গি বিরোধী অভিযানে ৪ সেনা ও ১২ জঙ্গি নিহত - Southeast Asia Journal

পাকিস্তানে জঙ্গি বিরোধী অভিযানে ৪ সেনা ও ১২ জঙ্গি নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চিত্রাল জেলায় জঙ্গিদের দমনে চালানো অভিযানে চার সেনা ও ১২ জঙ্গি নিহত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, `অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী’ চিত্রাল জেলার সাধারণ কালাশে আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত দুটি সামরিক চৌকিতে হামলা চালায়।

আফগানিস্তানের নুরিস্তান ও কুনার প্রদেশের গওয়ারদেশ, পিটিগাল, বার্গ-ই-মাতাল এবং বাতাশ এলাকায় সন্ত্রাসীদের গতিবিধি ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন আফগান সরকারের সাথে সময়মতো তথ্য শেয়ার করা হয়েছে।

এতে বলা হয়, ক্রমবর্ধমান হুমকির কারণে নিজস্ব চৌকিগুলো ইতিমধ্যে উচ্চ সতর্কতায় ছিল। সাহসী সৈন্যরা সাহসিকতার সাথে লড়াই করে এবং সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে আক্রমণ প্রতিহত করে। গুলি বিনিময়ের সময় ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এতে আরও বলা হয়, গুলি বিনিময়ের সময় চার জন সৈন্য ‘সাহসিকতার সঙ্গে লড়াই’ করে শহীদ হন।

You may have missed