খাগড়াছড়িতে গাঁজা ও ইয়াবাসহ ২ উপজাতি মাদক কারবারি আটক - Southeast Asia Journal

খাগড়াছড়িতে গাঁজা ও ইয়াবাসহ ২ উপজাতি মাদক কারবারি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে পৃথক অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ ২ উপজাতি মাদক কারবারিকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।

গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) পানছড়ির ইসলামপুর এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ স্বাগতম চাকমা (২৫) নামের একজনকে ও একই দিন রাতে তালুকদার পাড়া এলাকা থেকে ত্রিশ পিস ইয়াবাসহ মিতু চাকমা (২০) নামের অপর এক মাদক কারবারিকে আটক করে পুলিশ।

আটককৃত স্বাগতম চাকমা (২৫)। সে ১নং লোগাং ইউপির পহর চান পাড়ার বিমল কান্তি চাকমা ও প্রিয়তী চাকমার ছেলে এবং মিতু চাকমা (২০)। সে উপজেলার ৩নং পানছড়ি ইউপির জ্যোর্তিময় কার্বারি পাড়ার দংগ্যাওলা চাকমা ও তুংবি চাকমার ছেলে।

জানা যায়, শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে পানছড়ি থানার ওসি মো হারুনুর রশিদের নির্দেশনায় এসআই মোহাম্মদ ইউছুফের নেতৃত্বে সংগীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করাকালীন ইসলামপুর এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ স্বাগতম চাকমাকে আটক করে। অপরদিকে, এসআই অনিক কুমার দে’র নেতৃত্বে সংগীয় পুলিশ সদস্যরা ৮ সেপ্টেম্বর রাতে তালুকদার পাড়া এলাকা থেকে ত্রিশ পিস ইয়াবাসহ মিতু চাকমাকে আটক করে।

পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি ।