খাগড়াছড়ির ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন ডিসির - Southeast Asia Journal

খাগড়াছড়ির ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন ডিসির

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিজস্ব প্রতিবেদক:

তিন দিনের টানা বৃষ্টিতে খাগড়াছড়ি শহরে পাহাড় ধ্বসের ঝুঁকি এড়াতে ঝুঁকিপূর্ন এলাকায় অভিযান চালিয়েছেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

সোমবার (৮ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে অভিযান চালান তিনি।

জেলা প্রশাসক জানান, খাগড়াছড়ির নয় উপজেলায় পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে প্রায় ৮ শতাধিক পরিবার। প্রশাসনের পক্ষ থেকে তাদের তালিকা করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে হাজারের অধিক পরিবার। ভারী বর্ষণে পাহাড় ধস কিংবা বন্যার সম্ভাবনা থাকায় তাদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিতেও প্রশাসনের প্রস্তুতি রয়েছে।