খাগড়াছড়ি পৌরসভার উন্নয়ন মূলক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং - Southeast Asia Journal

খাগড়াছড়ি পৌরসভার উন্নয়ন মূলক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ি পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে প্রেস ব্রিফিং করেছে খাগড়াছড়ি পৌর মেয়র আলহাজ মোঃ রফিকুল আলম।

সোমবার (৮ জুলাই) সকাল ১১ টায় খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ের হল রুমে এ প্রেস ব্রিফিং এ আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম।

এ সময় তিনি বলেন পৌরসভা দক্ষতার সাথে স্বচ্ছতা ও জবাদিহিতামূলক পৌর পরিচালনার মাধ্যমে পৌরবাসীকে আধুনিক পৌর সুবিধা প্রাপ্তি নিশ্চিত করে পৌরসভাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, উন্নত জীবন যাপনের জন্য পর্যটনমুখী যানজটমুক্ত, পরিবেশ বান্ধব, পরিস্কার, পরিচ্ছন্ন পরিকল্পিত একটি আর্দশ, নিরাপদ ও সুন্দর পৌরসভা বির্নিমাণ করা ব্যক্ত করেন।

তিনি আরো জানান এ লক্ষে জুন মাসে এ পৌরসভার ৭৪ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটের অধিকাংশ উন্নয়ন মূলক কর্মকান্ড গুলো জন বান্ধব।

প্রেস ব্রিফিং এ আরো জানানো হয় খাগড়াছড়ি গেইট থেকে কোট বিল্ডিং পর্যটন শহরকে ফোর লেইনের কাজ শুরু হয়েছে। আগামীতে খাগড়াছড়ি পৌর শহর হবে দেশে একটি অন্যতম পৌর শহর। আধুনিক পৌর শহর গড়ার লক্ষে তিনি খাগড়াছড়ি পৌরবাসী ও সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন