খাগড়াছড়িতে দুস্থদের বিনামুল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন আওতাধীন মাটিরাঙ্গা সেনা জোন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা সেবা দেয়া হয়। এদিন চিকিৎসা সেবা নিতে আসা দুস্থদের মাঝে বিনামূল্যে ঔষধপত্রও বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা জোন (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) উদ্যোগে চিকিৎসা সেবা ক্যাম্পে দিনব্যাপী স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।
তিনি জানান, এদিন চিকিৎসা সেবা নিতে আসা প্রায় পাঁচ শতাধিক স্থানীয় দরিদ্র পাহাড়ি ও বাঙালির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তিনি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সুবিধাভোগীরা বাংলদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।