খাগড়াছড়ির রামগড়ে বিজিবির পৃথক অভিযানে ৬ ভারতীয় গরু জব্দ
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত ৪৩ বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালন করে ৬ ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়ন অধিনস্থ বিভিন্ন বিওপি আওতাধীন এলাকা থেকে এসকল গরু জব্দ করা হয়।
সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ নলুয়াটিলা বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে এদিন সকাল সাড়ে আটটার দিকে বিজিবির একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার ফেনী নদীরকূল নামক স্থান হতে মালিকবিহীন ২টি ভারতীয় গরু (১টি গাভী ও ১টি বাছুর) জব্দ করা হয়।
এদিকে, একই দিন সকাল সাড়ে দশটার দিকে বাগানবাজার বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল কর্তৃক ফেনী যোতিরচর নামক স্থান হতে মালিকবিহীন ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত এসকল ভারতীয় গরু সীতাকুন্ড কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোঃ আবু বকর সিদ্দিক সাইমুম জানিয়েছেন, সীমান্তে যে কোন অপরাধ ও পাচার রোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে।