রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
নিউজ ডেস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলের সঙ্গে এক সাক্ষাতে এ সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন কাউন্সিলর ডেরেক শোলে।
এছাড়া ডেরেক শোলের কাছে বাংলাদেশের স্থিতিশীলতা, আর্থসামাজিক উন্নয়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রীর ও ডেরেক শোলের বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে আলোচনা হয়।
এসময় ড. মোমেন সামরিক ও স্বৈরশাসন থেকে বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ভূমিকার কথা তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। ফলে বাংলাদেশে অভাবনীয় আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন এরই মধ্যে বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করেছে।