নবগঠিত বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দলের অভিযাত্রা - Southeast Asia Journal

নবগঠিত বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দলের অভিযাত্রা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী নবগঠিত মহিলা ফুটবল দলের আনুষ্ঠানিক অভিযাত্রা শুরু হলো। বিকেএসপির সঙ্গে সেনাবাহিনী মহিলা ফুটবল দলের একটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) যাত্রা শুরু করেছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধানের পরিকল্পনা ও উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই দলটি গঠিত হয়েছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সম্পূর্ন নতুন সেনাবাহিনীর মহিলা দলটি তাদের অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে নিজেদের প্রথম ম্যাচে বিকেএসপিকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হবার গৌরব অর্জন করে।