এশিয়ান গেমস্ ও ভারতে আইপিএসি সম্মেলনে যোগ দিতে চীন ও ভারত সফরে গেলেন সেনাপ্রধান - Southeast Asia Journal

এশিয়ান গেমস্ ও ভারতে আইপিএসি সম্মেলনে যোগ দিতে চীন ও ভারত সফরে গেলেন সেনাপ্রধান

বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে সততার সঙ্গে কাজ করছে: সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার চীনের হ্যাংজো শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস্ এর উদ্বোধনসহ বিভিন্ন গেমস্ অ্যান্ড স্পোর্টস ইভেন্ট পর্যবেক্ষণ করবেন। এছাড়াও, সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবগণের সাথে মতবিনিময় করবেন।

চীন সফর শেষে ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আগামী ২৫-২৭ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফ’স কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করবেন।

এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে মূলত বন্ধুভাবাপন্ন দেশসমূহের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারী সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

এছাড়াও, এই সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাবাহিনী প্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তাগণ পারস্পরিক বৈঠকে অংশগ্রহণপূর্বক নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করবেন তিনি।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।