রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদারে কাজ করবে তিন বাহিনী
 
                 
নিউজ ডেস্কঃ
রোহিঙ্গা শিবির নিয়ে স্থানীয়দের জনজীবনে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং শিবিরগুলোতে যাতে রোহিঙ্গাদের কারণে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে না পারে সেটাই তিন বাহিনী প্রধান ঘুরে দেখেছেন বলে জানিয়ে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন ‘ঢাকায় পৌঁছার পর কিভাবে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়ন্ত্রণ করা যায় এ বিষয়ে পরিকল্পনা নেয়া হবে। পাশাপাশি ক্যাম্পে অপরাধ দমনেও পরিকল্পনা নিবে তিন বাহিনী।’
মঙ্গলবার (৯ জুলাই) কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রাত সাড়ে আটটার দিকে ১৭ নং ক্যাম্পে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন, রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় জনবল বৃদ্ধির কথা ভাবছে আইন-শৃঙ্খলাবাহিনী। সে লক্ষ্যে তিন বাহিনীর প্রধান রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ক্যাম্প সরেজমিনে পরিদর্শ করেছেন। বর্তমানে যে পরিমাণ জনবল রয়েছে তা অপ্রতুল।
এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ সহ আইনশৃংখলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও দ্বায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর সদস্য, কর্মকর্তা এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন তিন বাহিনীর প্রধানরা।
