টেক্সটাইল পল্লি পরিদর্শনে কুয়েত সেনাবাহিনীর প্রতিনিধি দল
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বর্ণালী কালেকশন লিমিটেড ও চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লি পরিদর্শন করেছেন কুয়েত সেনাবাহিনীর আট সদস্যের এক প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মেজর জেনারেল খালেদ আলকান্দারির নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের আরামবাগ গোদনাইল এলাকায় আসেন তারা।
এসময় তারা বর্ণালী কালেকশন লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন তারা। দুপুর ১টায় তারা সিদ্ধিরগঞ্জ ত্যাগ করেন।
এ সময় কুয়েত সেনাবাহিনীর সফর সঙ্গীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আবেদিন হাসানসহ আরও ৯ সেনা কর্মকর্তা এবং বর্ণালী কালেকশন লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।