বান্দরবানে ৬০ লক্ষ টাকার কাঠ জব্দ করল সেনাবাহিনী - Southeast Asia Journal

বান্দরবানে ৬০ লক্ষ টাকার কাঠ জব্দ করল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদমে দুইটি অবৈধ করাকতলে অভিযান চালিয়ে অনুমোদন ছাড়া কর্তনকৃত ও পাচারের উদ্দেশ্যে জমাকৃত প্রায় ৬০ লক্ষ টাকার বিভিন্ন প্রকারের সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাতামুহুরি নদীর ঘাট সংলগ্ন দুইটি অবৈধ করাকতলে অভিযান পরিচালনা করে এসব কাঠ জব্দ করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর আলীকদম জোনের ওয়ারেন্ট অফিঃ মোঃ আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে একটি টলহ দল মংখেনুর করাকতলে অভিযান চালিয়ে ৯৭৫ টি সেগুন গোলমাথা, ২০৬ টি সেগুন কাঠ বল্লি, ৪০৭ টি সেগুন রদ্দাসহ মোট ১৫৮৮ টি কাঠ জব্দ করে। অপরদিকে, ফয়সালা করাকতলে অভিযান চালিয়ে ৭৫০ টি সেগুন গোলমাথা, ৪৭ টি সেগুন কাঠ বল্লি, ১০ টি সেগুন রদ্দাসহ মোট ৮০৭ টি সেগুন কাঠ জব্দ করে।

সূত্র জানায়, দুইট করাকতল হতে জব্দকৃত মোট ২৩৯৫ টি কাঠের আনুমানিক বাজারমূল্য ৬০ লক্ষ। পরবর্তীতে জব্দকৃত কাঠ আলীকদম বন বিভাগের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী।

আলীকদম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কাশেম কাঠ জব্দ ও হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।