বান্দরবানে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা পেল নতুন বই
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান সদর জোনের বাস্কেট বল গ্রাউন্ডে বিভিন্ন সম্প্রদায়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেয়া হয়।
সমতলের মতো পাহাড়েও শতভাগ শিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার লক্ষে এ বই বিতরণ কর্মসূচীর আয়োজন করে সেনাবাহিনী।
বই বিতরণকালে বান্দরবান রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার মেজর শায়েখ উজ জামানসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলার বিভিন্ন সম্প্রদায় বাঙালি, ম্রো, মারমা, বম, পাংখুয়া, লুসাই, তংচংঙ্গ্যা, খুমি, খিয়াং, ত্রিপুরা, চাক, চাকমাসহ সর্বমোট ১২টি সম্প্রদায়ের তালিকাভূক্ত ২০৫ জন শিক্ষার্থীর মাঝে বিভাগ অনুযায়ী প্রয়োজনীয় নতুন বই বিতরণ করা হয়।
রিজিয়ন সূত্র জানায়, বান্দরবান পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে ও দুর্গম অঞ্চলের স্কুল- কলেজের ছাত্র ছাত্রীদের শিক্ষার্জনে সুযোগ তৈরী করার লক্ষ্যে দুস্থ এবং অসহায় শিক্ষার্থীদের মাঝে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ হতে নতুন বই বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।