নদী গর্ভে চলে যাচ্ছে মাইনীমুখ মডেল হাইস্কুল! - Southeast Asia Journal

নদী গর্ভে চলে যাচ্ছে মাইনীমুখ মডেল হাইস্কুল!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

টানা আটদিন ধরে অতিভারী বর্ষণে রাঙামাটির লংগদুতে দেয়ালসহ মাটি ধসে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মাইনীমুখ মডেল হাইস্কুলের ভবন।

শুক্রবার (১২ জুলাই) এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মাইনীমুখ বাজার সংলগ্ন মাইনীমুখ মডেল হাই স্কুলের পিচনের বাউন্ডারি ওয়াল সকালে হঠাৎ মাটিসহ ধসে পড়ে। স্কুল ভবনের পিছনের সাপোর্ট মাটি ধসে যাওয়ায় স্কুল ভবনটি এখন হুঁমকির মুখে পড়েছে বলে ধারনা করছেন এলাকাবাসীরা।

এদিকে লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় স্কুলের মাটি ধসের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্কুলের শিক্ষক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর শাহ আলম চৌধুরী সহ স্কুলের শিক্ষকগন এসময় উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, মাটি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে।