খাগড়াছড়িতে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৭ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৭

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলা সদরে গত ২৪ ঘণ্টায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মালামাল ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ব্রান্ডের সিগারেট, চোলাই মদ, চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে শহরের শান্তিনগর এলাকায় এ জি আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের সামনে থেকে চোরাই পথে আসা ২৯০ কার্টুন ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকা। এ সময় ব্যাটারিচালিত দুটি টমটম এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অরুণ জ্যোতি চাকমা ও ধনগোলা চাকমা নামে ২ যুবককে আটক করা হয়।

একই দিন রাতে পুলিশের অন্য একটি মোবাইল টিম খাগড়াছড়ি-চট্টগ্রাম বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ৪৫ লিটার দেশীয় চোলাই মদসহ প্রভাব চাকমা নামে একজনকে আটক করে।

এছাড়াও বিশেষ অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন নামে এক সাজাপ্রাপ্ত আসামিসহ সদর থানার পরোয়ানাভুক্ত মো. কামরুল ইসলাম, মো. ছোটন ও মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, পুজোর আগে শহরে বিশৃঙ্খলা এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।