বন্যায় মানবিক কর্মকাণ্ডের জন্য সেচ্ছাসেবকদের সম্মাননা দিলো সেনাবাহিনী
নিউজ ডেস্ক
সাম্প্রতিক সময়ে পাহাড়ি জেলা বান্দরবানে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে সেনাবাহিনী সদস্যদের পাশাপাশি উদ্ধার তৎপরতা ও মানবিক কর্মকান্ডে অংশ নেওয়া ১১৩ জন স্বেচ্ছাসেবীকে মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা দিয়েছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে এ স্বীকৃতি দেয়া হয় স্বেচ্ছাসেবীদের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক মানুষদের হাতে সম্মাননা সনদ তুলে দেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, ‘শান্তি, সম্প্রীতি ও উন্ননের ধারাবাহিকতায় পাহাড়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সম্প্রতি সৃষ্ট বন্যায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পৌরসভা ও পুলিশের পাশাপাশি যেসব মানবিক সংগঠন ও কর্মীরা বন্যা দূর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন, তাদের সামান্য স্বীকৃতি প্রদানে আজকের এই আয়োজন। ভবিষ্যতেও পাহাড়ে যে কোন মানবিক কাজে সেনাবাহিনী সকলের পাশে থাকবে।’ সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে সকলের সহায়তাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে এএসইউ ডেট কমান্ডার লেঃ কর্নেল মোঃ মুকিম উদ্দিন, সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল শাহজাহান সিরাজ ভূঁইয়া, ৭ ফিল্ড এম্বুলেন্সের অধিনায়ক মোঃ সরফরাজ হায়দার, রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার মেজর শায়েখ-উজ-জামান, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উপাধ্যক্ষ আতিকুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আব্দুর রহিম চৌধুরীসহ সামরিক পদস্থ কর্মকর্তা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিন সেচ্ছাসেবী সংগঠন আলী মিয়া কবিরাজ স্মৃতি সংসদের ১৩ জন, ডিএসবির ১৫ জন, সিআইও’র ৬ জন, আনন্দ ফাউন্ডেশনের ১০ জন, ভিবিডির ১০ জন, ইউ বাংলাদেশ’র ৮ জন, প্রথম আলো বন্ধুসভার ৪ জন, ইউনেথ ক্লাইমেটের ৮ জন, ইউডি এর ৯ জন, মেডিকেল স্টুডেন্ট ৭ জন, টেলি মেডিকেল টীম এর ৭ জন, বিডি ক্লিনের ১৬ জনসহ মোট ১২ টি সেচ্ছাসেবী সংগঠনের ১১৩ জনকে সম্মাননা সনদ প্রদান করা হয়।