নারী সাংসদ বাসন্তি চাকমাকে পাহাড় ছাড়তে ২৪ ঘন্টার আল্টিমেটাম!
 
                 
নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালী সম্প্রদায় ও এ অঞ্চলের অখন্ডতা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গত ২৬ শে ফেব্রুয়ারি মহান সংসদে দাড়িয়ে নারী সাংসদ বাসন্তি চাকমা কর্তৃক দেয়া কুরুচিপূর্ন বক্তব্য সংসদের রেকর্ড থেকে মুছে ফেলা, রাতের আঁধারে খাগড়াছড়িতে প্রবেশের প্রতিবাদ ও অবিলম্বে খাগড়াছড়ি ত্যাগের দাবিতে খাগড়াছড়ি শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতা-কর্মীরা।
১৩ জুলাই শনিবার দুপুরে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুল মজিদ।

এমসময় জেলা সভাপতি মোঃ আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে সাবেক জেলা সহ-সভাপতি মোঃ তাহেরুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন কায়েশ, সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ শামীম হোসেন, মোঃ ওমর ফারুক, মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ আশ্রাফুল আলম রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, শান্তির জনপদ পার্বত্য চট্টগ্রামকে নতুন করে অশান্ত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে বাসন্তি চাকমারা। তারা বলেন, রাতের আধাঁরে চোরের মতো খাগড়াছড়ি প্রবেশ করা বাসন্তি চাকমা যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে খাগড়াছড়ি ত্যাগ না করে তাহলে কঠোর আন্দোলন গড়ে তুলে তাকে পাহাড় হতে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে বীর জনতা।
এর আগে শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চেঙ্গী স্কোয়ার হয়ে আবারো শাপলা চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয় নেতা-কর্মীরা।
