রাঙামাটিতে চলন্ত গাড়ির উপর পাহাড় ধস, নিহত ২ - Southeast Asia Journal

রাঙামাটিতে চলন্ত গাড়ির উপর পাহাড় ধস, নিহত ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙামাটির কাপ্তাইয়ে যাত্রবাহী চলন্ত সিএনজির উপর পাহাড় ধসে দুইজন নিহত হবার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, অতল বড়ুয়া (৫০) ও সুজয়া অং মার্মা (৪২)।

কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৩ জুলাই শনিবার সকাল ১১টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় ভারি বর্ষনের ফলে পাহাড় ধসে (কাপ্তাই) রাইখালী-বাঙ্গালহালিয়া (রাজস্থলী)-বান্দরবান প্রধান সড়কে একটি চলন্ত সিএনজি’র উপর পড়ে এবং এতে ঘটনাস্থলে ২জন নিহত হয়।