ত্রিপুরা রাজা সৃষ্ট মাইনী দীঘির বিষয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ - Southeast Asia Journal

ত্রিপুরা রাজা সৃষ্ট মাইনী দীঘির বিষয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

১৬৬৫ সালে ত্রিপুরা মহারাজা গোবিন্দ মাণিক্য দেববর্মণ বাহাদুর কর্তৃক খননকৃত খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার মাইনী দীঘিটিকে চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার রায়ের নামে দখলের অভিযোগ কিছু কিছু ত্রিপুরা জনগোষ্ঠীর। কারো কারো প্রশ্ন, ঐতিহাসিক একটি স্থাপনা কি করে কারো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হতে পারে?

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা সমালোচনা। আরিয়ান ত্রিপুরা ও “ত্রিপুরা জাতি” নামক একটি ফেসবুক পেজ থেকে এমনই প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছে।

সাউথইস্ট জার্নালের পাঠকদের সুবিধার্থে ফেসবুক পেজে দেয়া পোষ্টটি হুবুহু তুলে ধরা হলোঃ

১৬৬৫ সালে ত্রিপুরা মহারাজা গোবিন্দ মাণিক্য দেববর্মণ বাহাদুর কর্তৃক খননকৃত ঐতিহাসিক স্থাপনা দীঘিনালার মাইনী দীঘি কি করে কোন ব্যক্তির নামে স্বত্বাধিকারী থাকতে পারে তা আমার প্রশ্ন।

অবিলম্বে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে সরকারিভাবে সংস্কার করে সেটা সরকারি ভাবে সংরক্ষন করা হোক।
অন্যথায় ১৬৬৫ খ্রিষ্টাব্দে খননকৃত ৩২০ শতাংশ আয়তনের এই দীঘিটা অবহেলায় আবার বিলুপ্ত হয়ে যাবে। ইতিমধ্যেই ১০-১২ টি দীঘিকে মাটি ভরাট করে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। আর মাত্র ১ টি দীঘির অস্তিত্ব রয়েছে ত্রিপুরা মহারাজাদের আমলের স্মৃতিচিহ্ন।

দীঘিনালার মাণিক্য দীঘি,দীঘিনালা, খাগড়াছড়ি পার্বত্য জেলা, পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ।

ফেসবুক পোষ্টের স্ক্রীনশট নিম্মরুপঃ

You may have missed