বৈশাখী পূর্নিমা উপলক্ষ্যে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলের চেক বিতরণ
![]()
নিউজ ডেস্কঃ
বৈশাখী পূর্ণিমা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলার ৫৬ টি বৌদ্ধ বিহারে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
জেলা শহরের মহাজন পাড়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অস্থায়ী কার্যালয়ে উক্ত চেক বিতরণ করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের খাগড়াছড়ি পার্বত্য জেলার ট্রাস্টি ও সংরক্ষিত নারী আসনে মহিলা এমপি বাসন্তি চাকমা ।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিদর্শক দারুন বিকাশ ত্রিপুরা, মহাজন পাড়া সীবলী বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক, ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার করুনাময় চাকমা, লতিবান বৌদ্ধ বিহারের প্রতিনিধি সত্য নারায়ণ চাকমা উপস্থিত ছিলেন।
এসময় খাগড়াছড়ির নয় উপজেলার বৌদ্ধ বিহারগুলোতে ৭ লাখ ৭৩ হাজার টাকারর চেক তুলে দেওয়া হয়।