খাগড়াছড়িতে ৬ লক্ষ টাকা মূল্যের গাড়ির যন্ত্রাংশ জব্দ, আটক ২ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ৬ লক্ষ টাকা মূল্যের গাড়ির যন্ত্রাংশ জব্দ, আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভারতীয় মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের গাজীনগর এলাকায় অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এ সময় মো. বিল্লাল হোসেন ও মো. শাহ আলম নামে দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ বাজারজাত করার জন্য মজুত করা হয়েছে বলে গোপন সংবাদ পাই আমরা। গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার গাজীনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উদ্ধার জিনিসপত্রের আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।’

You may have missed