খাগড়াছড়িতে অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে ব্যাটারি চালিত অটোরিকশার এক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণ গোলাবাড়ী স্বপ্নমোহন কারবারীপাড়া মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোচালক সুজন ত্রিপুরা মাটিরাঙ্গা তবলছড়ি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরৎহাল শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানায় থানা পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভির হাসান জানান, কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। তবে খুনিদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে।