পানছড়িতে বন্যার্তদের মাঝে ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জেএসএস (সংস্কার) কর্তৃক ত্রান সামগ্রী বিতরন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
টানা বর্ষন ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জেএসএস (সংস্কার)‘র নেতা-কর্মীরা।
বুধবার (১৭ জুলাই) খাগড়াছড়ির পানছড়ি বাজারের শুকতারা বোডিং সংলগ্ন ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কার্যালয়ে জেএসএস (সংস্কার)’র উপজেলা সাধারণ সম্পাদক বিমলেন্দু চাকমার নেতৃত্বে প্রায় অর্ধশত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জেএসএস (সংস্কার)‘র বিভিন্ন সারির নেতারা উপস্থিত ছিলেন।