শান্তিচুক্তি বাস্তবায়নে জেএসএসকে এগিয়ে আসার আহবান ছাত্রলীগের - Southeast Asia Journal

শান্তিচুক্তি বাস্তবায়নে জেএসএসকে এগিয়ে আসার আহবান ছাত্রলীগের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামীলীগ অপরাজনীতিতে বিশ্বাস করেনা মন্তব্য করে অতীতের সব ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একসাথে মিলেমিশে কাজ করার জন্য জনসংহতি সমিতিকে আহবান জানিয়েছেন রাঙামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রবর্তক চাকমা।

তিনি বলেন, পার্বত্য এলাকায় যদি সাধারণ জনগণকে অবৈধ অস্ত্রের মুখে জিম্মি না করে ওপেন নির্বাচন দেন তাহলে যেকোন জায়গায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিনিধি নির্বাচিত হবেন।

বাংলাদেশ ছাত্রলীগ জুরাছড়ি থানা শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি পার্বত্য চট্রগ্রামে যে অপরাজনীতি চলমান রয়েছে সেখান থেকে বেড়িয়ে আসার আহব্বান জানিয়ে মেধা ভিত্তিক রাজনীতি চর্চা করে জনগনের কল্যাণকর কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ছাত্রলীগ নেতা জ্ঞানমিত্র চাকমার সভাপতিত্বে ও প্রিয়াস চাকমা’র সঞ্চালনায় সম্মেলনের উদ্ধোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধরণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা ও উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিতে জ্ঞানমিত্র চাকমা সভাপতি, সুদীপ্ত চাকমা সাধরণ সম্পাদক ও প্রিয়াস কে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করে এই তিন জনের নাম ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

You may have missed