চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে গুলিতে রোজিম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাত ৩টার দিকে সীমান্তের ২২৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি বিএসএফের গুলিতে রোজিম মারা গেছেন।
রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও স্থানীয়রা জানায়, গোমস্তাপুরের নগরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রোজিমসহ ৫-৬ জন যুবক শনিবার গভীর রাতে গরু আনতে সীমান্তে যায়। এ সময় ভারতের মালদা জেলার ১৫৯ আরকে ওয়াদা বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে রোজিম মারা যায়। রোজিমের মরদেহ ভারতীয় অংশেই রয়েছে।
এ ব্যাপারে বিজিবির নওগাঁর ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক বলেন, স্থানীয়দের কাছ থেকে তারা সীমান্তে হত্যার ঘটনা শুনেছেন। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি গুলিবিদ্ধ: পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্তে বিএসএফের গুলিতে হাবিবুর রহমান ওরফে ছুটু (৩২) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রবিবার ভোরে নুরপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাবিবুর রহমান ছুটুর বাড়ি বড়শশী ইউনিয়নের নুরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার হামিদুল ইসলামের ছেলে। তিনি সীমান্তে গরু ব্যবসার সঙ্গে জড়িত।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা আশিকুর রহমান বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে আমাদের কেউ কিছু জানায়নি।