মিয়ানমারে জান্তা অপসারণ অবধি অভিযান চালানোর ঘোষণা বিদ্রোহীদের - Southeast Asia Journal

মিয়ানমারে জান্তা অপসারণ অবধি অভিযান চালানোর ঘোষণা বিদ্রোহীদের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সামরিক জান্তার হাত থেকে পুরো মিয়ানমার মুক্ত না হওয়া পর্যন্ত ‘‌অপারেশন ১০২৭’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা। সম্প্রতি গোষ্ঠীটির এক বিবৃতিতে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য ইরাবতি।

মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির (এমএনডিএএ) মুখপাত্র লি জার ওয়েন জানান, জান্তার সঙ্গে আলোচনার প্রয়োজন নেই। কারণ তাদের সামরিক বাহিনী দুর্বল। তারা এতটাই শক্তিহীন হয়ে পড়েছে যে ব্রাদারহুড অ্যালায়েনসের দখলকৃত এলাকা পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় স্থল বাহিনীও নেই। গত ২৭ অক্টোবর থেকে উত্তর মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে সংগঠিত আক্রমণের অংশ হিসেবে ‘‌অপারেশন ১০২৭’ চলছে। এরপর থেকে তিন জাতিগত সেনাবাহিনীর জোট উত্তর শান রাজ্যে চীনের সীমান্তবর্তী কোকাং স্ব-শাসিত অঞ্চলের বেশির ভাগ দখলে নিয়েছে।

এমএনডিএএ বর্তমানে কারেনি প্রদেশের রাজধানী লইকাউ শহর দখলের কথা ভাবছে। তবে এর অংশীদারদের লক্ষ্য আরো বেশি বিস্তৃত হয়েছে। লি জার ওয়েন বলেন, ‘আমরা যে শহর বা অঞ্চলগুলো দখল করেছি, সেগুলো হলো কুনলং, চিনশওয়েহাও, শিন ওয়ান, হোন শিন ও সালউইন নদীর ওপারে থাকা মোনেকো, হপাংসেং, পাং সেং, কিইন সান কিয়াউত সীমান্ত গেট ও নামসালাত ল্যাশিও-মিউজ ইউনিয়ন রোড। সব মিলিয়ে ব্রাদারহুড অ্যালায়েন্স এখন পর্যন্ত ২০০-এর বেশি জান্তা ঘাঁটি দখল করেছে।

তিনি বলেন, ‘আমরা প্রথমে পাং সেং, শিন ওয়ান, হন শিন, চিনশওয়েহাও ও কুনলং-এ নিজস্ব প্রশাসন পুনঃপ্রতিষ্ঠা করি। কুনলং ও চিনশওয়েহাতে আরো প্রশাসনিক কর্মী প্রয়োজন। আমাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ।’