মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত ভারত - Southeast Asia Journal

মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত ভারত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু বলেছেন, মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত হয়েছে ভারত। রোববার ৩ ডিসেম্বর সন্ধ্যায় প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর শেষে ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে (ভিআইএ) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মালদ্বীপের থেকে বিদেশি সৈন্য সরিয়ে নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, তার সরকার দায়িত্ব গ্রহণের পরদিনই আনুষ্ঠানিক ভাবে ভারতীয় সৈন্য প্রত্যাহারের অনুরোধ জানায়। তিনি আশ্বস্ত করেছেন,ভবিষ্যতে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না।

তিনি বলেন, এটা নির্বাচনী প্রচারণার সময় ভোট আদায়ের জন্য করা কোনো মন্তব্য নয়। যেহেতু আমি একজন মালদ্বীপিয়ান। আমি মালদ্বীপের নাগরিকদের এবং জাতির স্বার্থকে সামনে রাখতে চাই।

তিনি আরও বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সৈন্য প্রত্যাহারের চেষ্টা করা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় পাঁচটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে গৃহীত সমস্ত প্রচেষ্টা এবং এখন পর্যন্ত গৃহীত প্রচেষ্টার সময়, ভারত সরকার সৈন্য প্রত্যাহারের জন্য আমাদের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে।

যত দ্রুত সম্ভব ভারতীয় সৈন্য প্রত্যাহার কার্যকর হবে বলে আশা প্রকাশ করে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, দুই দেশ একত্রিত ভাবে একটি সিদ্ধান্তে পৌঁছানের চেষ্টা করেছে। মালদ্বীপে ভারতের শুরু করা প্রকল্পগ্রহণে যে সব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তা দূর করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের জন্য ভারত সরকারের সঙ্গে একটি চুক্তি হয়েছে।

তিনি বলেন, উভয় দেশ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে সম্মত হয়েছে যা ঋণ ও অন্যান্য জাতীয় সংকটের পাশাপাশি সংকট সম্পর্কিত পরিস্থিতির পাশাপাশি সবচেয়ে বড় প্রকল্পসহ প্রকল্পগুলোর বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে।

মালদ্বীপের সরকারের রিপোর্ট অনুযায়ী, মালদ্বীপে ৭৭ জন ভারতীয় সেনা মোতায়েন রয়েছে।