বিমান বাহিনীর এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেষ্টিগেশন কোর্সের সনদপত্র প্রদান - Southeast Asia Journal

বিমান বাহিনীর এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেষ্টিগেশন কোর্সের সনদপত্র প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর ১২তম এয়াক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন কোর্সের সনদপত্র প্রদান করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার প্রধান অতিথি হিসেবে কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন।

এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং নাইজেরিয়া বিমান বাহিনীর সর্বমোট ৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার আদনান শাহরিয়ার, জিডি (পি) প্রথম স্থান অধিকার করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এর আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।