শিশুরাই জাতির ভবিষ্যৎ, বিশেষ শিশুরা ভবিষ্যতের বাইরে নয়: সেনাপ্রধান
নিউজ ডেস্ক
‘শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং এই বিশেষ শিশুরা ভবিষ্যতের বাইরে নয় বলে মন্তব্য করেছেন ‘প্রয়াস’-এর প্রধান পৃষ্ঠপোষক এবং সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বুধবার ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত স্কুল ‘প্রয়াস’-এর সামাজিক সচেতনতা ও ফান্ড রেইজিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেনারেল শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আজকের এত সুন্দর আয়োজনের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ। যারা আজকে অনুদান দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ‘প্রয়াস’-এর পৃষ্ঠপোষক মিসেস নুরজাহান আহমেদ, বিভিন্ন ব্যাংকের এমডি-চেয়ারম্যানসহ ব্যবসায়িক ব্যক্তিবর্গের প্রতি এই অনুদানের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘বিশেষ শিশুদের জন্য আজকের এই সচেতনতা বৃদ্ধি এবং ফান্ড রেইজিং অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে বেশ ভাগ্যবান মনে করছি। বিজয়ের মাস ডিসেম্বরে এমন আয়োজন সত্যিই মুগ্ধ করেছে। আমি আজ এই বিশেষ মুহূর্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। একই সঙ্গে যে ত্রিশ লাখ শহীদ ও অগণিত মা-বোনে ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের মহান স্বাধীনতা লাভ করেছি তাদের স্মরণ করছি। মুক্তিযুদ্ধে আমাদের সেনাবাহিনীদের বিরত্বগাথা অবদানকেও আজ এ মুহূর্তে স্মরণ করছি।’
সেনাপ্রধান বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আমাকে সেনাপ্রধান করার জন্য এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়ন করার জন্য নানামুখী পদক্ষেপ নিয়ে কাজ করার জন্য।’
প্রয়াসের ফান্ড রেইজিং আয়োজন নিয়ে সেনাপ্রধান বলেন, ‘এটা সহজে অনুমেয় যে, আজকের এই আয়োজন একটি মহৎ উদ্দেশ্যে করা। আমরা আসলেই ভাগ্যবানে যাদের শিশু ‘বিশেষ বা অটিজম শিশু’ না। শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রয়াস’ কত চ্যালেঞ্জের মধ্য দিয়ে পিছিয়ে পড়া শিশুদের মূলধারার শিক্ষায় আনার জন্য কাজ করছে তা সত্যিই অনেক বড় ব্যাপার। ২০০৬ সালে প্রয়াস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বর্তমানে কাজটি সারা দেশের ১১টি ক্যান্টনমেন্ট এরিয়াতে করা হচ্ছে।’
তিনি বলেন, ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ। আর এই বিশেষ শিশুরা ভবিষ্যতের বাইরে নয়। আমাদের এই প্রয়াস থেকে বিভিন্ন ধাপে শিক্ষা জীবন পার করে এবং দক্ষতা অর্জন করে এই বিশেষ শিশুরা দেশের বাইরে থেকে অনেক ধরনের ট্রফি জয় করেছে। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে তারা অনেক অবদানও রাখছেন। এটা অবশ্যই আমাদের জাতির জন্য গৌরবের। এ জন্য আমাদের পূর্বসুরিদেরও অবদান আছে। তাই আমি প্রয়াসের প্রত্যেক শিক্ষকসহ প্রতিটি কর্মীকে ধন্যবাদ জানাই।’
অনুদানদাতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এই মহৎ কাজটি করা সম্ভব হচ্ছে আপনাদের অনুদানের জন্যই। কেননা এই কাজটি করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হয়, যা কোনো অবস্থাতেই আপনাদের ছাড়া সম্ভব হতো না। তাই আজকের সন্ধ্যাটা আপনারাই সত্যিকার অর্থে অর্থবহ করে তুলেছেন। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সহধর্মিণী প্রয়াসের পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদকে এমন মহান কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় বিশেষ ধন্যবাদ জানাই। সে যে কত সিরিয়াস এই কাজটির জন্য, তার একটা নমুনা দিই। আমি যতই ব্যস্ত থাকি না কেন- তিনি আমাকে প্রয়াস-এর ব্যাপারে সবকিছু আগে মনে করিয়ে দেন। অনেক বেশি ডেডিকেটলি তিনি কাজটি করেন।’
অনুষ্ঠানে আগত বিভিন্ন ব্যাংক, বীমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছ থেকে অনুদান গ্রহণ করেন সেনাপ্রধান ও প্রধান পৃষ্ঠপোষক জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, পৃষ্ঠপোষক সেনাপ্রধানের সহধর্মিণী নুরজাহান আহমেদসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এ সময় সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়াস-এর পরিচালনা পর্ষদের হাতে দুই কোটি টাকার অনুদানের চেক তুলে দেন। তিনি ব্যক্তিগতভাবেও দশ লাখ টাকা অনুদান দেন।
এ সময় পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের কাছে ব্যাংকের পক্ষ থেকে দশ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এ ছাড়াও এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, এনডিই ব্যাংক, ঢাকা মার্কেন্টাইল ব্যাংক কো-অপারেটিভ ব্যাংক, বেক্সিমকো গ্রুপ, কনফারেন্স গ্রুপ, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, ইস্টার্ন হাউজিং লি., মোনেম গ্রুপ, লাবিব গ্রুপ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ওয়ালটন গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, দারাজ, সীমান্ত ব্যাংক, ঢাকা ক্লাব লি., লেডিস গার্মেন্টসসহ সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে ‘প্রয়াস’-এর শিক্ষকরাও উপস্থিত ছিলেন। প্রয়াস স্কুলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে বেশ মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রয়াস-এর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুদান অনুষ্ঠানে সেনাপ্রধানকে প্রয়াসের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।