বগুড়ায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ - Southeast Asia Journal

বগুড়ায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বগুড়ার শাহজাহানপুরে ও নন্দীগ্রামে শীতার্ত মানুষের মাঝে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এর অধীনস্থ ৯৩ সাঁজোয়া ব্রিগেড এবং ১১ আর্টিলারি ব্রিগেড কর্তৃক কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) সকালে শাহজাহানপুরে রাজবাড়ী রহমানিয়া আলীম মাদ্রাসা মাঠ ও নন্দীগ্রামের কুন্দারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাট এলাকাতেও সেনাবাহিনীর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এই তিনটি স্থানে মোট ১ হাজার ৭৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইনসহ নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

ইতিমধ্যে ১১ পদাতিক ডিভিশন কর্তৃক বগুড়া, নাটোর ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে সর্বমোট ৪ হাজার ৩৯৭টি কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার শাহজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলাসহ দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকায় শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন কমান্ডার ১১ ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল সূফী মোঃ আতাউর রহমান এবং কমান্ডার ৯৩ সাঁজোয়া ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিন রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, অধিনায়ক বেংগল ক্যাভ্যালরি লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, অধিনায়ক ১১ এসপি রেজিমেন্ট আর্টিলারি লেঃ কর্নেল মোঃ মোক্তাদির রহমান এবং অধিনায়ক ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লেঃ কর্নেল মোঃ ইমরান হোসেন। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন।