বিকেএসপিতে কৃতী প্রশিক্ষণার্থীদের সম্মাননা প্রদান - Southeast Asia Journal

বিকেএসপিতে কৃতী প্রশিক্ষণার্থীদের সম্মাননা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিকেএসপিতে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ২০২৩ সালে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা জানানোর উদ্দেশ্যে বৃহস্পতিবার কৃতী প্রশিক্ষণার্থীদের বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাভারের সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত কৃতী প্রশিক্ষণার্থীদের মধ্যে সম্মানসূচক প্রতীক, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করেন।

ক্রিকেট বিভাগের মারুফা আক্তার ও হকি বিভাগের মো. হোজাইফা হোসেনকে ২০২৩ সালের সার্বিক বিচারে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিকেএসপি ব্ল ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

অন্যদিকে ২০২৩-এ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বা ব্যক্তিগত স্বর্ণ পদক অর্জন করার স্বীকৃতিস্বরূপ আর্চারি বিভাগের তপু রায় ও মো. সাগর ইসলামকে বিকেএসপি কালার প্রতীক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসির সহধর্মিণী রেহানা শামীম।

এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদসহ বিকেএসপির সব পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।