বিকেএসপিতে কৃতী প্রশিক্ষণার্থীদের সম্মাননা প্রদান
নিউজ ডেস্ক
বিকেএসপিতে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ২০২৩ সালে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা জানানোর উদ্দেশ্যে বৃহস্পতিবার কৃতী প্রশিক্ষণার্থীদের বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাভারের সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত কৃতী প্রশিক্ষণার্থীদের মধ্যে সম্মানসূচক প্রতীক, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করেন।
ক্রিকেট বিভাগের মারুফা আক্তার ও হকি বিভাগের মো. হোজাইফা হোসেনকে ২০২৩ সালের সার্বিক বিচারে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিকেএসপি ব্ল ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
অন্যদিকে ২০২৩-এ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বা ব্যক্তিগত স্বর্ণ পদক অর্জন করার স্বীকৃতিস্বরূপ আর্চারি বিভাগের তপু রায় ও মো. সাগর ইসলামকে বিকেএসপি কালার প্রতীক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসির সহধর্মিণী রেহানা শামীম।
এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদসহ বিকেএসপির সব পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।