গুজবের বিরুদ্ধে খাগড়াছড়িতে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

গুজবের বিরুদ্ধে খাগড়াছড়িতে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

সারাদেশের মতো খাগড়াছড়িতেও ছেলেধরা গুজব রুখতে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুলাই) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক কাটাতে শিক্ষার্থী ও অভিভাবাকদের নিয়ে এ সচেতনতামূলক সভা করা হয়।

খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রওনক আলম অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সারাদেশে কিছু স্বার্থন্বেষি মহল ছেলে ধরা গুজব ছড়াচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। এসব মিথ্যে এবং গুজবে আতঙ্কিত না হতে সকলকে আহ্বান জানান।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীলা তালুকদারসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।