রোয়াংছড়িতে আওয়ামীলীগ সভাপতিকে হত্যার ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)'র নিন্দা - Southeast Asia Journal

রোয়াংছড়িতে আওয়ামীলীগ সভাপতিকে হত্যার ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নিন্দা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

মোটর সাইকেল যোগে উপজেলা সদর থেকে জেলা সদরে আসার পথে সদর উপজেলার শামুকঝিরি এলাকায় আজ (২২ জুলাই) দুপুরে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মং থুই মারমাকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র পক্ষ হতে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি।

এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র পক্ষ থেকে পাহাড়ে শান্তি বিনষ্টকারী, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।